পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে নাশকতার আশঙ্কা ছিল, বাস্তবে তা নেই। শান্তিপূর্ণভাবেই এ বছর পূজা উদযাপিত হচ্ছে। তবে পূজার পর আমরা ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ও ট্রাফিক ব্যবস্থাপনাগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করবো।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন এই পূজাকে কেন্দ্র করে প্রথমে যে নাশকতার আশঙ্কা ছিল তা বাস্তবে নেই, শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে পূজা। যতো ছোটই হোক না কেন যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিভিন্ন বাহিনীর মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গতকাল তাতি বাজারের ঘটনায়ও চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে সব ফ্যাক্টচেক করে দেখা গেছে তার বেশিরভাগই গুজব ছিল। যেখানেই গুজব ছড়ানো হবে তাদের বিরুদ্ধে তথ্য দিলেই নেয়া হবে ব্যবস্থা।
তিন জানান দুর্গাপূজার পরে অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী সাড়াশি অভিযান চলবে বলে জানান আইজিপি।