লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় গেল কয়েক দিন ধরেই নতুন সিনেমার শুটিং করছিলেন সালমান খান। ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার বেশ কিছু কঠিন দৃশ্যে ডামি ছাড়া নিজেই শুটিং করেছেন বলিউড ভাইজান। তেমনই একটি দৃশ্য করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা।
জানা যায়, সালমান খান এবং সিনেমার পুরো দল লাদাখে ১০ ডিগ্রির কম তাপমাত্রায় গালওয়ানের যুদ্ধের শুটিং করছিলেন। অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিলো। তখনই অভিনেতা শরীরে চোট পান।
তবে চোট পেলেও শুটিং বন্ধ করেননি সালমান। কম অক্সিজেন এবং খারাপ আবহাওয়ার মাঝেই শরীরে আঘাত নিয়েই শুটিং করেছেন। সিনেমাটির গল্পের প্রয়োজনে প্রায় ৪৫ দিনের শুটিং লাদাখে করা হয়। যারমধ্যে সালমান সেখানে শুটিং করেছেন ১৫দিন।
লাদাখের শুটিং শেষ হওয়ায় আগামী কয়েক দিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন। পরবর্তী শুটিং মুম্বাইয়ে হবে বলে জানা যাচ্ছে। মুম্বাইয়ে সেই ভাবে লড়াইয়ের দৃশ্য নেই। অপূর্ব লখিয়া পরিচালিত ছবির আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্যগুলির শুটিং হবে সেখানে।
‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সিনেমা ২০২০ সালে ভারত-চীন সীমান্তে হওয়া গালওয়ান সংর্ঘষের উপর ভিত্তি করে তৈরি। এ সিনেমার অভিনয় নিয়ে তাই পুরোপুরি সিরিয়াস সালমান। এ সিনেমা দিয়েই বলিউডে বড় ঝড় তুলতে চান। তবে নায়কের সে প্রচেষ্টায় বিঘ্ন ঘটালো শুটিংয়ের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
ছবির শুটিং শুরু হবার পর তার কিছু ঝলক ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে শিউরে উঠেছিলেন সালমানের অনুরাগীরা। রক্তাক্ত সলমন। তার কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর। রক্তচক্ষু নিয়ে স্থির তাকিয়ে তিনি। সালমানকে এই রূপে দেখে মুগ্ধ তার অনুরাগীরা। তাদের বক্তব্য, বড় কিছু ঘটতে চলেছে বলিউডে।