ভারতের মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। রোববার (৪ঠা সেপ্টেম্বর) মহারাষ্ট্রের পালঘরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে আজ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। জানা যায়, সাইরাস আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিলেন। পথে সূর্য নদীর ওপর একটি সেতুতে দুর্ঘটনাটি ঘটে। সাইরাসের গাড়ি একটি সড়ক বিভাজনে ধাক্কা খেয়েছিল।

পালঘর জেলার পুলিশ সুপার বালাসাহেব পাতিল বলেন, দুর্ঘটনার সময় সাইরাসের সঙ্গে গাড়িতে আরও দুই জন ছিলেন। তাদের উদ্ধার করে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যাওয়ার পরই সাইরাস পালোনজি মিস্ত্রি তার স্থলাভিষিক্ত হন। তিনি সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ার হোল্ডার ছিলেন। ২০১৬ সালে টাটা সন্স বোর্ড তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়।

পালঘরের পুলিশ সুপার জানিয়েছেন, গুজরাটের আমেদাবাদ থেকে মুম্বাইয়ে ফিরছিলেন সাইরাস। দুপুর তিনটা ১৫ মিনিট নাগাদ পালঘরের চারোটিতে সূর্য নদীর উপর সেতুর ডিভাইডারে ধাক্কা মারে সাইরাসের মার্সিডিজ। মৃত্যু হয় টাটা সনসের সাবেক চেয়ারম্যানের।

আহ ত হয়েছেন টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যানের গাড়ির চালকসহ দু’জন। তাদের গুজরাটের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারইমধ্যে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে দুর্ঘ টনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।