আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের পর এখন সকলের প্রশংসাং ভাসছেন টাইগার ক্রিকেটাররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার দুই দেশের মধ্যে যে জিনিসটি আলাদাভাবে সকলের নজর কেড়েছে সেটি হলো মাহমুদুুল হাসান জয়ের দুর্দান্ত একটি ক্যাচ। আর দুর্দান্ত ক্যাচটি ধরার জন্য প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিতে চান বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

আফগানিস্তানের ইনিংসের ৪৫তম ওভারে দুর্দান্ত ওই ক্যাচটি ধরেন জয়।

মাহমুদউল্লাহ রিয়াদের বলে মুজিব-উর রহমানের শট প্রায় ছক্কা হয়ে যাচ্ছিল। সেটি লুফে নিয়ে বাউন্ডারি পেরিয়ে যাচ্ছিলেন জয়। পরে তা হাওয়ায় ভাসিয়ে নিজের ভারসাম্য ফিরিয়ে দ্বিতীয় দফায় তালুবন্দী করেন তিনি।

প্রধানমন্ত্রী জয়কে পুরস্কার দিতে চান এ বিষয়টি ম্যাচ শেষে জানান নাজমুল হাসান পাপন। তিনি জানান, প্রধানমন্ত্রী ফোন করেই জয়ের প্রশংসা ও তারিফ করেন। এরপরই তাকে পুরস্কার দেওয়ার আগ্রহের কথা জানান।

এ ব্যাপারে পাপন বলেন, প্রধামন্ত্রী আমাকে শেষে ফোন দিয়ে জিজ্ঞেস করেন শেষে কষ্ট করে ক্যাচ ধরলো ওর নামটা কী? ওকে তো আমার পুরস্কার দিতে হবে। এত সুন্দর ক্যাচ ধরেছে।