কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাধারণ এবং উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপরই শুরু হয়েছে গণনা।
এর মধ্যে কুমিল্লায় ভোট হয়েছে শুধু মেয়র পদের উপনির্বাচনে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন তাহসীন বাহার, নূর-উর রহমান মাহমুদ তানিম, মোহাম্মত নিজাম উদ্দিন ও মো. মুনিরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনে সবকটি পদে ভোট হয়েছে। এখানে মেয়র পদে লড়ছেন ৫ প্রার্থী। এছাড়া ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৪৯ জন ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড কমিশনার পদে ৬৯ জন লড়ছেন।