আজ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় থেকে প্রথম স্থানে উঠে এসেছে ভারতের রাজধানী দিলি­। আন্তর্জাতিক বায়ু মান গবেষণা সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, আজ সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে দিলি­র বাতাসে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অতি ক্ষুদ্র কণা পিএম ২.৫-এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদর্শ মাত্রার চেয়ে ৪১.৮ গুণ বেশি। ফলে বাতাসের নিম্ন মানে আইকিউএয়ারের তালিকায় নিয়মিত ওপরে থাকা দিলি­র অবস্থানের অবনতি হয়েছে।

এদিকে, তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুসারে ঢাকার স্কোর ১৯৭, যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। গবেষণায় দেখা গেছে, বায়ু দূষণের সমস্যায় ঢাকা দীর্ঘদিন ধরে জর্জরিত। সাধারণত শীতকালে এই শহরের বাতাস অস্বাস্থ্যকর হয়ে যায়। তবে বর্ষাকালে উন্নতি হয়।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর এবং বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উলে­খ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের ৩টি প্রধান উৎস হল ‘ইট ভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ কাজের নির্মাণের ধুলা’। বায়ু দূষণ ক্রমাগত বিশ্বব্যাপী মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকির শীর্ষ কারণগুলোর মধ্যে অন্যতম স্থান করে নিয়েছে৷

বেশ কিছু গবেষণায় দেখা গেছে, দূষিত বাতাসে শ্বাস নেওয়ার ফলে একজন ব্যক্তির হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ এবং ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭ কোটি মানুষ মারা যান।