গত কয়েকমাস ধরে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষস্থানে জায়গা দখল করে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। তবে মাঝে অবস্থার উন্নতি হলেও এখন পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে। চলতি সপ্তাহে যেখানে মান ভালো হয়ে ২৩ নম্বরে পৌঁছেছিল ঢাকা, সেখানে বুধবার (২৯ মার্চ) সকালে রাজধানীর অবস্থান দেখা গেছে তালিকার ৬ নম্বরে।

এ দিন সকাল ৯টায় ঢাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭২। যাকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একদিন আগেও ১৯৩ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল তৃতীয়তে।

আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দেখা গেছে থাইল্যান্ডের বৃহত্তম চিয়াং মাই শহরকে। এ দিন শহরটির স্কোর ছিল ২৮৬। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৮৪। এছাড়া তৃতীয় অবস্থানে ২০৬ স্কোর নিয়ে ভারতের দিল্লি এবং চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ১৮০ ও ১৭৩ স্কোর নিয়ে আছে চীনের বেইজিং এবং ওয়াং অঞ্চল। আর তালিকায় বাংলাদেশের পর সাত নম্বরে ছিল তাইওয়ানের খাওস্যিউইং, নয় এ চীনের সিনইয়াং এবং ১০ নম্বরে ছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়।

বাতাসের মান অনুসারে ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।