ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিয়ে আসায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের অগ্রযাত্রা আর ব্যাহত হবে না। দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
এসময় তিনি বলেন, এবার দিনের ভোট রাতে হয়েছে বলার ক্ষমতা নেই। কারণ, ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে। বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল ৪টার দিকে শেখ হাসিনা জনসভাস্থলের মঞ্চে আসেন। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন।
এর আগে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে ঢাকা ও তার আশপাশের জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসেন। দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশ গেট দিয়ে নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করে। পুরো সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিন্তু দেশের কিছু দালাল শ্রেণির মানুষের চোখে কিছু ভালো লাগে না। তারা অগণতান্ত্রিক সরকার আসলে খুশি হয়।
তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ছিল, কিন্তু সকল ভয়-ভীতি উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে, আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। এজন্য তিনি আবারও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেখ হাসিনা বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
সমাবেশে আসা নেতাকর্মীদের ভিড়ে লোকারণ্যে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রাজু ভাস্কর্যসহ আশপাশের এলাকা। বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকা, রাজু ভাস্কর্য প্রাঙ্গণ, হাকিম চত্বর, টিএসসি প্রাঙ্গণ, রোকেয়া হলের সামনেসহ কয়েকটি জায়গায় নেতাকর্মীরা ভিড় করেছেন। তাদের অনেকের হাতে বিভিন্ন নেতার ছবি সংবলিত প্ল্যাকার্ড, অনেকের হাতে বাংলাদেশের পতাকা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৫টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র ৬১টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা।