রাজধানীসহ দেশের সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য জারি করা কারফিউ চলছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে বলে জানায় সরকার।

রোববার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

সকালে রাজধানীর বিভিন্ন সড়কে সেনাবাহিনী পুলিশ, বিজিবির টহল দেখা যায়। সড়কের মোড়ে মোড়ে তাদের তল্লাশি করতে দেখা যায়। সড়কগুলোতে গুটিকয়েক রিকশা ও মোটরসাইকেল ছাড়া অন্য কোন গাড়ি দেখা যায়নি। যাত্রীয় না থাকায় এসময় তাদের অলস সময় কাটাতে দেখা যায়।

সকালে যাদের সড়কে দেখা যায় তাদের বেশিরভাগই জরুরি সেবার কাজে নিয়োজিত। তবে, সকালে সড়কে নেমে তাদের গাড়ি না থাকায় সমস্যায় পড়তে হয়। তারা অভিযোগ করেন এই সংকটে বেশি ভাড়া চাইছে রিকশা চালকরা।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৯ জুলাই কারফিউ জারি করে সরকার। এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয়।

সবশেষ শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলকারীদের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করা হয়। একইসঙ্গে গতকাল থেকে দেশজুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।