দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৪১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে এক হাজার ৫৪ জন। শুক্রবার (১৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি নিশ্চিত করছেন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫৪ জন এবং অন্যান্য ঘটনায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে মোট ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অভিযানিক কার্যক্রমে ১টি দেশীয় স্টেনগান, ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড কার্তুজ ও ২টি এলজি উদ্ধার করা হয়েছে।
সবশেষে বলা হয়, বিশেষ এই অভিযান চলমান থাকবে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।