নির্বাচন সামনে রেখে স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারো তাদের অপতৎপরতা শুরু করেছে বলে সতর্ক করলেন আওয়ামী লীগ নেতারা। তবে সকল অপশক্তিকে সমূলে উৎপাটন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আজ শুক্রবার (তেসরা জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কামরুল ইসলাম বলেন, নির্বাচন বর্জনের কথা বলে বিএনপি দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষামন্ত্রী ও দলের যুগ্ম সম্পাদক দিপুমণি বলেন, অপশক্তিকে যেকোন মূল্যে প্রতিরোধ করতে হবে। সে জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।