আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ (রোববার) দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলেই দেশের মানুষ ভাল আছে স্বস্তিতে আছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব সুন্দর। আমরা সব সময় মনে করি দেশ এগিয়ে যাচ্ছে; উন্নয়নের মহাসড়কের স্রোতে আছি। এখানে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকত, যদি আমাদের নিরাপত্তা বাহিনী কাজ না করত তাহলে আমরা থমকে যেতাম। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো দেশেই সিকিউরিটি ভালো না থাকলে উন্নয়ন হয় না।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে যাচ্ছে। পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার এমনকি কোস্টগার্ডসহ সব বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে।

রিক্রিয়েশন ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হাসান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, অতিরিক্ত আইজিপি মাহবুবর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবু দেবদাস ভট্টাচার্জ, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম হেলাল ও রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী ও জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

এর আগে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের ফলক উন্মোচন ও ফিতা কেটে ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।