রোহিঙ্গারা দিন দিন দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এদেশে আশ্রিত রোহিঙ্গারা এখন জঙ্গি গোষ্ঠীর সাথেও জড়িয়ে পড়ছে। আজ (মঙ্গলবার) রাজধানীর তেজগাঁও কলেজে বসন্ত উৎসবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা ধীরে ধীরে জড়িয়ে পড়েছে হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, চোরাচালান ও জাল-জালিয়াতিসহ নানা ধরণের অপরাধে। এখানেই শেষ নয়, সম্প্রতি জঙ্গি সংগঠনের সাথেও রোহিঙ্গাদের জড়িত হয়ে পড়ার কথা জানতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত মাসে হরকাতুল জিহাদের ৬ সদস্যকে গ্রেফতার করে পুলিশের সিটিটিসি ইউনিট। রোহিঙ্গাদের দলে নিয়ে পাহাড়ে প্রশিক্ষণ শিবির গড়ে তোলার পরিকল্পনা করেছিলো সংগঠনটি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা এখন জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠির টার্গেটে পরিণত হয়েছে। জড়িয়ে পড়ছে এসব সংগঠনে।
রাজধানীর তেজগাঁও কলেজে বসন্তবরণ উৎসবে অংশ নেন তিনি। উপভোগ করেন শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।