বাংলাদেশের বাইরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমলযোগ্য কোনো অপরাধ সংগঠিত হলে, তা বিবেচনায় নেওয়া যাবে। এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার (২০শে নভেম্বর) প্রথম সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে, যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে। রীতা নাহারের প্রতিবেদন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর ডক্টর মুহাম্মদ ইউনূস বুধবার প্রথম সচিবালয়ে এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
পরে কেবিনেট কক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠক। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ব্রিফ করেন উপদেষ্টা পরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদ সচিব জানান, সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও অংশীজনদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে পাওয়া মতামত পর্যালোচনা করে খসড়ায় সংযোজন ও পরিমার্জন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদ সচিব জানান, মুজিববর্ষ উদযাপনের জন্য ২০২৪-২৫ অর্থবছরে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটি বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। এছাড়া, ১৮ই ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপনের অনুমোদন দিয়েছে।
এসময় আরও জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। তিনি শিক্ষাকে তরুণদের জন্য ভবিষ্যতের উপযোগী করে ঢেলে সাজানোর পরামর্শ দেন।
এদিকে, বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, ২০টি সংশোধনীসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে।