প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসেবে, দেশ হিসেবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কীভাবে হাঁটবো, এই সবকিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের ওপর।
সোমবার জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনসার সদস্যদের উদ্দেশে সিইসি বলেন, একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক। আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে।
তিনি বলেন, যেকোনো নির্বাচনে, বিশেষ করে এই নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল ভূমিকা থাকবে। আমার বলতে দ্বিধা নেই বাহিনী হিসেবে কিন্তু এটাই সর্ববৃহৎ বাহিনী কিন্তু আমাদের এখানে, প্রশিক্ষিত বাহিনী যদি আমরা ধরি। এটাই সংখ্যার দিক থেকে, সংখ্যার দিক থেকে এটাই সর্ববৃহৎ বাহিনী। দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে গ্রামাঞ্চলে আমি যা দেখেছি প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, তখনো দেখেছি যে এই সমস্ত বাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়েন। আমি আজকে যে ট্রেনিং এর যে কম্পোনেন্টস বিশেষ করে প্রাকটিক্যাল একটা ডেমোনস্ট্রেশন যে দেখলাম, একটা ডামি ইলেকশন সেন্টার করে ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন, প্রিজাইডিং পুলিং অফিসার কী কী রোল প্লে করে এবং অনাকাঙ্খিত যে ধরনের ঘটনা ঘটতে পারে ভোটকেন্দ্রে, সেটার যে একটা ডামি এক্সারসাইজ আমি দেখলাম, এই ধরনের প্রশিক্ষণই হওয়া উচিত।












