নিজেদের লোকেদের সুবিধা দিতেই বিদ্যুত খাতসহ বিভিন্ন খাতে সরকার ভর্তুকি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার(২০ শে মে) জাতীয় প্রেসক্লাবের সামনে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা, ৮ ঘন্টা কর্মঘণ্টা করাসহ নানা দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

এসময় রিকশা চালকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রিজভী বলেন, দেশের মানুষ আজ নিপীড়িত। রিকশা শ্রমিকরা কঠিনভাবে জীবন যাপন করছে। তারাও আন্দোলন করছে। ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষিদ্ধ করেছে সরকার।

রিকশা শ্রমিকরা আজ কঠিনভাবে জীবন যাপন করছে। সরকারের লোকেরা একদিকে বিদ্যুৎখাতসহ উন্নয়নের নামে টাকা পাচার করছে অন্যদিকে সাধারণ মানুষের সমস্যা বুঝছে না।

রিজভী আরও বলেন, যারা খেতে পারছে না তাদের ওপর স্টিমরোলার চালানো হচ্ছে। এবারও বাজেটে বিদ্যুৎখাতসহ বিভিন্ন খাতে ভর্তুকি বাড়াচ্ছে সরকার। সাধারণ মানুষের টাকা থেকে ভর্তুকি দেয়া হয়। সরকারের লোকদের সুবিধা দিতেই বিদ্যুৎখাতসহ বিভিন্ন খাতে ভর্তুকি বাড়াচ্ছে সরকার। সরকারকে তাদের গড়া স্বর্গ থেকে বিদায় নিতে হবে, সময়ের ব্যাপার মাত্র।

এসময় অটোরিকশা চালকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মেহনতি মানুষের অধিকার নিশ্চিতের দাবি জানান রিজভী।