দেশের শহর ও পল্লী এলাকায় একক পরিবারের প্রবণতা বাড়ছে। দেখা গেছে তুলনামূলকভাবে পল্লী এলাকা থেকে শহরে একক পরিবার গঠনের প্রবণতা বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘খানার আয়-ব্যয় জরিপ ২০২২’ এর ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।

জরিপের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে দেশে খানার গড় আকার ছিল ৪ দশমিক ৩০ জন। ২০২২ সাল পর্যন্ত তা দাঁড়ায় ৪ দশমিক ২৬ জনে। তবে পল্লী পরিবারে গড় আকার ৪ দশমিক ৩০ জন এবং শহরে ৪ দশমিক ১৮ জন। অর্থ্যাৎ পল্লী এলাকা থেকে শহরে একক পরিবার গঠনের প্রবণতা বেশি।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর অর্থাৎ এক বছর ধরে সারাদেশের ৭২০টি নমুনা এলাকায় এই জরিপ পরিচালিত হয়। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়ন ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন ছিল। এসব তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী প্রতিটি খানায় ১০ বার পরিদর্শন করেন।