আবারো বাড়ছে করোনায় মৃত্যু। চারমাস পর একদিনে ১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরআগে ৫ই মার্চ ১৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিলো। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৭৪ জনে।

গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৮৪২ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগি শনাক্ত হয়েছে ২ হাজার ২৮৫ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক পাঁচ এক শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।

আজ সোমবার (চৌঠা জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মহামারি শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৯ জন ঢাকা বিভাগের। চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩ জন নারী।