দেশে খাদ্যের অভাব নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমত, কৃষকদের কৃতিত্ব, সরকারের সঠিক নীতি, সঠিক সহায়তা এবং বঙ্গবন্ধুকন্যার সঠিক নেতৃত্বে বাংলাদেশে খাদ্যের অভাব নেই। আজ (শুক্রবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ইউরোপের যুদ্ধের কারণে সারাবিশ্বে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কোথাও কোথাও খাবার পাওয়া যাচ্ছে না। খাদ্য ঘাটতির কারণে বিশ্বের বহু উন্নত দেশ হিমশিম খাচ্ছে। তারা খাদ্য উৎপাদন ও রপ্তানি করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের মানুষের কষ্ট হচ্ছে। আমরা বিশ্বাস করি এই কষ্ট খুব সাময়িক। এটা দূর করার জন্য সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা একই দিনে ৫০০ জায়গায় বোমা দেখতে চাই না। বরং শেখ হাসিনা একই দিনে ১০০টা সেতু, সড়ক উদ্বোধন করছেন। আমরা তাই দেখতে চাই। আমরা চাই না সরকারের উচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের পরিবার এতিমের অর্থ আত্মসাৎ করবে। এটি আমরা আর কোনও দিন দেখতে চাই না। সেজন্যে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বের ধারাবাহিকতা দরকার।’
মানুষ আগের তুলনায় ভালো আছে জানিয়ে দীপু মনি বলেন, ‘বারবার বঙ্গবন্ধুকন্যাকে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করছে, তার কারণ মানুষ সুখে আছে, শান্তিতে আছে। আগের তুলনায় অনেক ভালো আছে। এখন মানুষের দিকে তাকালেই বোঝা যায় আগের তুলনায় অনেক বেশি তাদের খাওয়া, পরা, থাকা অনেক বেশি উন্নত হয়েছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা একটানা ১৪ বছরের বেশি সময় দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই। এই ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে।’