ভারতের জলসীমায় এফবি শাহ্ আমানত এবং এফবি সোনার মদিনা-২ নামক দু’টি ফিশিং ট্রলারসহ আটক হওয়া ৮৮ জন বাংলাদেশী দেশে ফিরল। আজ সোমবার (২৯শে আগস্ট) বিকেলে সাতক্ষীরায় বাংলাদেশ-ভারত সীমান্তে আনুষ্ঠানিকভাবে ভারতে আটকে পড়াদের বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ।

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়। বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কলকাতার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা ৮৮ জন বাংলাদেশী জেলেকে বাংলাদেশে দ্রুত ফেরানোর ব্যবস্থা করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

হস্তান্তরের সময় বিজিবি ও বিএসএফের প্রতিনিধিসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ঘণ কুয়াশার কারণে অসাবধানতাবশতঃ ফিশিং ট্রলারসহ এই ৮৮ জন বাংলাদেশী জেলে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় প্রবেশ করলে ভারতীয় কোস্টগার্ড তাদেরকে আটক করে। পরে তাদের কলকাতার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়। পরবর্তীতে আইনি সকল প্রক্রিয়া শেষে তাদের ফিরিয়ে আনা হলো।