সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের প্রথম রাউন্ড শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দলকে অভ্যর্থনা জানিয়ে মিষ্টি মুখ করান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইপর্বে বাংলাদেশ দল ছিল ‘ডি’ গ্রুপে। বাছাইপর্বের প্রথম ম্যাচেই সরব বাংলা মেয়েরা। তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা হয় বাংলাদেশের। পরের ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাঘিনীরা। এই ম্যাচে দুটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি।

গ্র“পের তিন দলের মধ্যে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে প্রথম রাউন্ডের চ্যাম্পিয়ন দল হিসেবে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশ।