স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে আটদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। আট দফা স্বর্ণের দাম কমার পর এখন বাড়ল।
সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৭৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাক।
তবে এক ভরি স্বর্ণালংকার কিনতে ক্রেতাদের ১ লাখ ৩১ হাজার টাকার ওপরে গুনতে হবে। দেশের ইতিহাসে স্বর্ণের অলঙ্কারের এতো দাম আগে কখনো হয়নি।
আগামীকাল রোববার (১৯ মে) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
গত বছরের জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ টাকা ছাড়ায়।
গত বছরের ২৯ নভেম্বর স্বর্ণের দাম নতুন মাইলফলক ছুঁয়েছিল। বাজুস তখন প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৯ হাজার টাকার বেশি।
দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০-৪০ টন। চাহিদার প্রায় ৮০ শতাংশই আসে চোরাচালানের মাধ্যমে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও অভ্যন্তরীণ বাজারে অস্থিরতার কারণে প্রায়ই স্বর্ণের দাম ওঠানামা করে।
আমদানি নিরুৎসাহিত এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংক স্বর্ণের এলসিতে ১০০ শতাংশ মার্জিন রাখা বাধ্যতামূলক করে।