মার্কিন যুক্তরাষ্ট্রের মজুদ থেকে দেড় কোটি ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি এই ঘোষণা দেবেন। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে, ১৮ কোটি ব্যারেল তেল মজুদ থেকে বিক্রি করার কথা জানিয়েছিল দেশটি। সেই পরিকল্পনার সঙ্গে অতিরিক্ত আরও দেড় কোটি ব্যারেল তেল ছাড়া হবে। এখন পর্যন্ত এসপিআর প্রোগ্রামের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ১৬৫ মিলিয়ন (সাড়ে ১৬ কোটি) ব্যারেল অপরিশোধিত তেল ছেড়েছে। মার্চে শুরু হওয়া এই প্রোগ্রাম চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত।
প্রতিবেদনে বলা হয়, ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন কমানোর প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে এই সিদ্ধান্ত নেওয়া হলে, ১৯৮৪ সালের পর যুক্তরাষ্ট্রের তেলের মজুদ সর্বনিম্ন পর্যায়ে নামবে। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে।
উল্লেখ্য, রাশিয়ান তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ৫ই ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তাতে তেলের বাজারে অস্থিরতার শঙ্কা আগে থেকেই ছিল। এরসাথে সম্প্রতি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বে থাকা তেল উৎপাদনকারী ১৫ দেশের সংগঠন ওপেক প্লাস। তাতে তেলের বাজাওে অস্থিরতা আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।