ঈদে ও সাপ্তাহিক ছুটি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলগামী লাখো মানুষের ঢল নেমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত কর্মস্থলে ফেরা মানুষের ঢল রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে। মানুষের বাড়তি চাপে দৌলতদিয়া ঘাট এলাকায় তৈরি হয় ভয়াবহ যানজটের।

যানজট দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। পারের অপেক্ষায় আটকে পরে  হাজারো যানবাহন। এতে করে চরম ভোগান্তির শিকার হন কর্মস্থলে ফেরা মানুষেরা। ৭ থেকে ৮ ঘন্টা যানজটে আটকে থেকে পায়ে হেঁটে অথবা রিকশাযোগে ঘাটের পৌঁছান অনেক যাত্রি।

এদিকে গত ৪৮ ঘণ্টায় এই রুট দিয়ে ১৫ হাজার ৫০০ যানবাহন ঢাকামুখী হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে বাস ১৬৫৭টি, ট্রাক ১৪৬১টি, ছোট গাড়ি ৮৮৭৩টি ও মোটরসাইকেল পার হয়েছে ৩৪৫৪টি। এ ছাড়া প্রায় লক্ষাধিক মানুষ ফেরিতে নদী পার হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, এক যোগে মানুষ ঢাকামুখী হওয়ায় দৌলতদিয়া ঘাটে চাপ পড়েছে। এ ছাড়া শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটের যাত্রীবাহী বাসও এই নৌরুট দিয়ে পার করায় যানজট আরও দীর্ঘ হচ্ছে।