দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে আগামী দোসরা মে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই সংসদ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবনে ওই দিন বিকেল ৫টায় বসবে এই অধিবেশন। সোমবার (১৫ই এপ্রিল) বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।
সংসদ সচিবালয় জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ২ মে বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে গত ৫ই মার্চ দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসে। পরবর্তী অধিবেশনটি হবে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন।