আবারো তীরে এসে তরী ডুবলো বাংলাদেশ ক্রিকেট দলের। জয়ের খুব কাছে গিয়েও, স্বপ্ন ভঙ্গের বেদনা আর হতাশা সঙ্গী করে ঢাকা টেস্টে ভারতের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ দিনে রবিচন্দ্রন অশ্বীন ও শ্রেয়াস আইয়ার জুটি ভারতকে লো স্কোরিং ম্যাচে জয় এনে দেন। চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগেই জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
২২ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ কখনোই ভারতকে হারাতে পারেনি। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে ভারতকে হারানোর সুযোগ ছিলো বাংলাদেশের সামনে। কম রানের পুঁজি নিয়েও ম্যাচ জমিয়ে তুলেছিলো স্বাগতিকরা। বড় দলের বিপক্ষে জিততে হলে ছোট ছোট সুযোগগুলোও কাজে লাগাতে হয়। তাহলেই ম্যাচ জেতা যায়। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিলো ৬ উইকেট আর ভারতের ১০০ রান। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪৫ রানে দিন শুরু করে সফরকারীরা।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকরা প্রথম ইনিংসে ২২৭ রান করার পর ভারত করে ৩১৪ রান। বাংলাদেশ পরের ইনিংসে ২৩১ রান করলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রান।
৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিন শুরু করেছিল ভারত। চতুর্থ দিনের প্রথম ওভারের তৃতীয় বলে উনাদকাটের জন্য এলবিডব্লিউয়ের আবেদন করে বাংলাদেশ। আউট দেননি আম্পায়ার। রিভিউ নিলে আম্পায়ারস কলে বেঁচে যান ভারতীয় ব্যাটার। পরের বলেই তিনি হাঁকান ছক্কা।
পরের ওভারের চতুর্থ বলেই অবশ্য তাকে সাজঘরে ফেরত পাঠান সাকিব। এলবিডব্লিউ আউট হওয়ার পর বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। ১ ছক্কায় ১৬ বলে ১৩ রান করেন তিনি। এরপর পন্থকেও সাজঘরে ফেরানো গেছে। তার উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ভয়ঙ্কর হতে পারা ব্যাটার ১৩ বলে ৯ রান করে হয়েছেন এলবিডব্লিউ।
পন্থ ছিলেন ভারতের বড় ভরসার নাম। তিনি ফেরার পর বাংলাদেশের স্বপ্ন চওড়া হওয়াই ছিল স্বাভাবিক। সেটিকে আরও বড় করেন মিরাজ। আগের দিনের অপরাজিত ব্যাটার অক্ষর প্যাটাল ভোগাচ্ছিলেন এদিনও। তাকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান ৪ চারে ৬৯ বলে ৩৪ রান করার পর।
এরপর সময়ের সঙ্গে মানিয়ে নেয় ভারত। মাঝে রবীচন্দ্রন অশ্বিনের ক্যাচ শর্ট লেগে নিতে পারেননি মুমিনুল হক। একটু একটু করে ম্যাচও বেরিয়ে যেতে থাকে বাংলাদেশের হাত থেকে। শেষ অবধি অষ্টম উইকেট জুটিতেই ম্যাচ জেতান অশ্বিন ও আয়ার। ৪৬ বলে ২৯ রান করে আয়ার ও ৬২ বলে ৪২ রান করেন অশ্বিন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ২২৭/১০
ভারত প্রথম ইনিংস: ৩১৪/১০
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৩১/১০
ভারত দ্বিতীয় ইনিংস (লক্ষ্য ১৪৫ রান): ১৪৫/৭ (গিল ৭, রাহুল ২, পূজারা ৬, কোহলি ১, অক্ষর ৩৪, পন্থ ৯, উনাদকাট ১৩, অশ্বিন ৪২*, আয়ার ২৯*; মিরাজ ৫/৬৩, ২/৫০)।