তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে গুঁড়িয়ে দিল ভারত। বুধবার রাতে তিরুবনন্তাপুরমে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দীপক চাহার আর আর্শদ্বীপ সিংয়ের বোলিং তোপে মাত্র ১০৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল আর সুরিয়া কুমারের ব্যাটে ২০ বল বাকি থাকতেই জয় পায় ভারত।
প্রোয়িা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে দীপক চাহারের বলে বোল্ড টেম্বা বাভুমা। পরের ওভারে কুইন্টন ডি কক, রাইলি রুশো ও ডেভিড মিলারকে ফেরান আর্শদ্বীপ। তৃতীয় ওভারে চাহারের বলে ফেরেন ট্রিস্টান স্টাবস। তখন প্রোটিয়াদের রান মাত্র ৯।
এরপর বিপর্যয় সামাল দেন মার্করাম আর ওয়েইন পারনেল। এই দুজন গড়েন ৩৩ রানের জুটি। ৪২ রানের মাথায় মার্করামকে ফিরিয়ে জুটি ভাঙেন হার্শাল প্যাটেল। এরপরও প্রোটিয়ারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে মূলত আটে নামা কেশব মহারাজের ৩৫ বলে ৪১ রানের ইনিংসে। দুই অঙ্ক ছুঁয়েছেন ওয়েইন পারনেল, ৩৭ বলে করেন ২৪ রান। আর্শদীপ ৩ উইকেট নেন ৩২ রানে। ২টি করে উইকেট নেন চাহার ও হার্শাল প্যাটেল।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। অধিনায়ক রোহিত প্রথম ওভারেই কাগিসো রাবাদার শিকার হন। কিছুক্ষণ পর বিরাট কোহলিও ফেরেন ৩ রান করে। তখন জমজমাট কিছুর আভাস পাওয়া যাচ্ছিল। তবে লোকেশ রাহুল আর সুরিয়া কুমার তৃতীয় উইকেটে সব রোমাঞ্চের সমাপ্তি ঘটান। দুজন অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। রাহুলের সঙ্গে তাঁর জুটি অবিচ্ছিন্ন ছিল ৯৩ রানে।
রাহুল ফিফটি করতে খেলেছেন ৫৬ বল, সূর্যকুমারের লেগেছে মাত্র ৩৩ বল। ইনিংসে সূর্যকুমার মেরেছেন ৫টি চার ও ৩টি ছক্কা। রাহুলের ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছক্কা। ২০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় ভারতের।