ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার। বিশ্বকাপের নকআউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবেন ব্রাজিল দলের সেরা তারকা। আজ (রোববার) নেইমারের ফেরার ব্যাপারে নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ তিতে।

আগামীকাল (সোমবার) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে থিয়াগো সিলভাকে নিয়ে হাজির হন ব্রাজিল কোচ তিতে। এসময় সাংবাদিকরা থিয়াগো সিলভাকে নেইমার ফিরবেন কিনা এমন প্রশ্ন করলে কোচ তিতে মাইক্রোফোন টেনে নিয়ে বলেন, ‘হ্যাঁ’।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন নেইমার। যে কারণে পরের দুই ম্যাচে মাঠে নামতে পারেননি পিএসজি ফরোয়ার্ড। গতরাতে নেইমার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দু’টি ছবি পোস্ট করে মাঠে ফেরার ইঙ্গিত দেন।

দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি ভালো বোধ করছি। এখন কেমন আছি তা আমি জানি। ‘

নেইমারের পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি বল পায়ে দৌড়াচ্ছেন। আর গোল করার পর উদযাপনের ভঙ্গীতেতেও দেখা যায় তাকে। এই ছবির দ্বারা নেইমার জানান দেন, শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবেন তিনি।

এদিকে নেইমারের ইনজুরির পর থেকেই তার অপেক্ষায় ছিলেন তিতে। শুধু দলের কোচই নয়, নেইমারের অপেক্ষায় ছিল পুরো ব্রাজিল। শেষ পর্যন্ত অপেক্ষার পালা শেষ হচ্ছে। এত দিন ডাক্তারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিলেন নেইমার। এবার সেটাও পেয়ে গেছেন।

এদিকে, নেইমার মাঠে ফিরলেও শুরুর একাদশে থাকবে কিনা তা নিশ্চিত করেননি তিতে। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেইমারকে বিরতির পর মাঠে নামানো হতে পারে।

নেইমার ফিরলেও অবশ্য গ্যাব্রিয়েল জেসুস এবং আলেক্স তেলেসের বিশ্বকাপ শেষ।

এদিকে তিতে জানিয়েছেন, দানিলোও ফিরছেন দক্ষিণ কোরিয়া ম্যাচে। তবে নেইমারের মতো আলেক্স সান্দ্রোকেও দলের সঙ্গে অনুশীলনে রাখবেন তিতে।

আগামীকাল সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠে আসা ব্রাজিল।