মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকে এপর্যন্ত অন্তত দুইশ’ ধর্মীয় উপাসনালয় ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিন রাজ্য। গত চার বছরে রাজ্যের ৮৪টি চার্চ ও ৪০টি প্যাগোডা ধ্বংস হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম।
সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে মিয়ানমার। তালিকার অন্যান্য দেশগুলো হলো- আফগানিস্তান, চীন, কিউবা, ইরান, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, নিকারাগুয়া, পাকিস্তান, রাশিয়া, সৌদি আরব, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান।
এছাড়া, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নারী ও শিশুদের সাথে সহিংস ঘটনার সঠিক তথ্য দেয়া হচ্ছেনা বলেও জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালকের একজন মুখপাত্র। পহেলা মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ও শিশুর প্রতি সহিংসতার সঠিক তথ্য প্রকাশ করতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।