রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রের প্রাণ গেছে। গতকাল (রোববার) রাত ১১টার দিকে শেখ জামাল ক্লাব মাঠের সামনে ১৭ বছর বয়সী আদনান সাইদ রাকিব ছিনতাইকারীর কবলে পড়ে। এইচএসসি পরীক্ষার্থী রাকিব সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের ছাত্র ছিল। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার তিতার কান্দি গ্রামের নুরুন্নবীর ছেলে আদনান। তার বাবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী। পরিবারের সঙ্গে কলাবাগান স্টাফ কোয়ার্টোরে থাকত সে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, ‘রবিবার দিবাগত রাত ১০টার দিকে ধানমন্ডির শেখ জামাল মাঠে গিয়েছিলেন দুই বন্ধু। সেখানে ফুটপাতে নার্সারির পাশে একটি দোকানে চা খেতে যান তারা। এ সময় চার থেকে পাঁচ জন ছিনতাইকারী তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে ছিনতাইকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা আদনানের গলায় ছুরিকাঘাত করে। তার বন্ধু রাইয়ানের হাতে জখম হয়। পরে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আনোয়ার খান মর্ডান হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে আদনানের মৃত্যু হয়। রাইয়ান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’
পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের মামা আলমগীর বলেন, ‘গত রাতে তার এক বন্ধুর সঙ্গে বের হয়েছিল আদনান। পরে খবর পাই তাকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। সেখানে গিয়ে তাকে আহত অবস্থায় পাই।’