রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৯টার দিকে ধানমন্ডির কেয়ারি প্লাজার সামনে বাসটিতে আগুন দেয়া হয়। বাসটি রজনীগন্ধা পরিবহন বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে জানান,সকাল সোয়া ৯টার দিকে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস পরে দুইটা ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৯টা ৩৭ মিনিটে এ আগুন নির্বাপণ করে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) এই দফা অবরোধের প্রথম দিনে রাজধানীসহ সারা দেশে বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে রাত পৌনে ৯টায় বাংলামোটর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। এছাড়া রাতে যাত্রাবাড়ী থানার কাজলা ওভার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার তথ্য পাওয়া গেছে।