নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডাররা অক্ষত রয়েছেন।
বুধবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর উপজেলার তারাশী বিলে এ ঘটনা ঘটে।
ঘটনার পর বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে বিমানটিতে থাকা দুই পাইলটকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, দুুপুরের দিকে তারাশি গ্রামের উপর দিয়ে বিমানটি উড়ছিলো। এরপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ধান ক্ষেতে অবতরণ করে।
নড়াইল পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তারা জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ধান ক্ষেতে জরুরি অবতরণ করে। পরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টর এসে দুই পাইলটকে নিয়ে যায়।