নওগাঁর মান্দায় আরিফ হোসেন ও জনি আক্তার নামে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার) সকাল সাড়ে ৮টায় উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামের একটি বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- তুলশিরামপুর গ্রামের আবদুল করিমের ছেলে আরিফ হোসেন (২২) ও হাফিজুর রহমানের মেয়ে জুলিয়া আক্তার জনি (১৬)। এদের মধ্যে জনি এবারে এসএসসি পাস করেছে এবং আরিফ হোসেন স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

কাঁশোপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, আরিফ ডিগ্রির এবং জনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলো। তুলসি রামপুর গ্রামে তাদের পাশাপাশি বাড়ি। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। ধারণা করা হচ্ছে বিয়ের উদ্দেশে তারা বাড়ি থেকে রাতের কোন এক সময় বের হয়। বাড়ি থেকে প্রায় আধাকিলোমিটার দূরে আব্দুর রহমানের ইউক্যালিপটাস বাগানে গ্যাস ট্যাবলেট খেয়ে তারা আত্মহত্যা করে।আজ (সোমবার) সকালে এলাকাবাসী তাদের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেয়। মরদেহের পাশে ব্যাগে পানির বোতল, খাবার, পোশাক এবং এনআইডি কার্ড ছিলো।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোজাম্মেল হক বলেন, ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে।  মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।