শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঐ আসনের ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং তা অব্যাহত থাকে বিকেল ৪টা পর্যন্ত। তার পরই শুরু হয় ভোট গণনার কাজ।
দিনের শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়ে ভোটারদের কলরব। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনের মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। গত ৭ই জানুয়ারি এই আসনে নির্বাচন হওয়ার কথা থাকল্ওে একজন প্রার্থী মারা যাওয়ায় ভোটের প্রক্রিয়া স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন করে এই আসনের জন্য তফসিল ঘোষণা করা হয়।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোর আশপাশে নিয়োজিত করা হয়েছে পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের ৩১টি মোবাইল ও সাতটি স্ট্রাইকিং ফোর্স।
একই সঙ্গে দায়িত্ব পালন করছে র্যাবের চারটি টিম ও আট প্লাটুন বিজিবি। ভোটগ্রহণ ও গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আটজন নির্বাহী ও দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।