নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবে এক নারী ও তার শিশুসন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাসমীম বিষয়টি নিশ্চিত করেছেন।

ছোট নৌকায় অতিরিক্ত যাত্রীবহনের জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। এ ঘটনায় অন্তত পাঁচজন নিখোঁজ আছেন। দুর্ঘটনার পর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১০ জন জীবিত উদ্ধার হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মণ্ডলের মেয়ে নাজমা (২৫) তার শিশুপুত্র নাসিম (৪) পরিবারের সাথে নবগঙ্গা নদীর ওপারে পারবাহিরডাঙ্গা গ্রামে মৃত দাদীকে দেখতে যান। ছোট নৌকায় পরিবারের ১৮ থেকে ২০ জন নদী পারাপার হওয়ার সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় ১০ জন সাঁতরে তীরে উঠেন।

এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন এখনো নিখোঁজ আছেন বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম। এ দিকে কালিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

তিনি বলেন, স্থানীয়রা বলছেন এখনো ৮-১০ জন নিখোঁজ রয়েছেন। নদীতে স্রোতের কারণে আমাদের উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।