কয়েক ঘণ্টা অবস্থানের পর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

নতুন কর্মসূচিতে আগামীকাল বিক্ষোভ না থাকলেও, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন বৈঠক করবেন তাঁরা।

এছাড়া শনিবার সব বিশ্ববিদ্যালয় ও জেলায় অনলাইন-অফলাইনে প্রতিনিধি বৈঠক হবে। এরপর সন্ধ্যায়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে আজ শুক্রবার (১২ই জুলাই) বিকেলে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে যায়।

এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সেখানে বসে পড়েন। এরপর শিক্ষার্থীরা ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ইত্যাদি স্লোগান দেন।

জাতীয় সংসদে জরুরি অধিবেশনে ডেকে আইন পাসের কথা জানান কোটাবিরোধী শিক্ষার্থীরা। নাহলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।