নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম সভা শুরু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

১৪তম নির্বাচন কমিশনের প্রথম সভায় সভাপতিত্ব করছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। সভায় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব ও অতিরিক্ত সচিবসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

ইসি সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন, কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য চার জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক চারটি কমিটি গঠন এবং জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে আলোচনা হবে এ সভায়।