জয় দিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে লিওনেল মেসির জাদুতে তারা হারিয়েছে ইকুয়েডরকে।
আজ শুক্রবার আর্জেন্টিনার বুয়েনস এইরেসে বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ বাড়ায় আর্জেন্টাইনরা। প্রথম সফল আক্রমণ হানে ১৬তম মিনিটে। বাঁ দিক থেকে ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বল অবশ্য মেসি গোলবারের বাইওে দিয়ে মারেন। এরপর ২৫ মিনিটে ইকুয়েডরের আক্রমণ রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক।
৩৩ মিনিটে ফের আক্রমণ কওে ইকুয়েডর। তবে জালের দেখা মেলেনি। প্রথম হাফের ইনজুরি টাইমে গোল পেয়েই গিয়েছিল আর্জেন্টিনা। তবে লওতারো মার্টিনেজের নেওয়া শট ফিওে আসে পোস্টে লেগে। বিরতির পর ৫০তম মিনিটে গোলবারের ওপর দিয়ে মারেন এনজো ফার্নান্দেজ। পরবর্তী ২০ মিনিটে দুই দল অন্তত ৬টি আক্রমণ করলেও কেউই গোলের দেখা পায়নি।
খেলা যখন ড্রয়ের দিকে এগুচ্ছিল তখনই জাদু দেখান মেসি। ৭৮ মিনিটে ফ্রি কিকে ইকুয়েডর গোলরক্ষককে পরাস্ত করেন। এই গোলই আর শোধ দিতে পারেনি ইকুয়েডর। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
গোটা ম্যাচে ৭০ শতাংশ সময় বল দখলে রেখেছে আর্জেন্টিনা। তাদের ১৩ আক্রমণের বিপরীতে ইকুয়েডর করেছে ৫টি। তবে আর্জেন্টিনা যেখানে চারবার শট লক্ষ্যে মেরেছে ইকুয়েডর সেখানে তিনবার আর্জেন্টিনার পরীক্ষা নিয়েছে।