নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ রোববার (১৪ জানুয়ারি) প্রথম অফিস করবেন। এদিন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বুঝে নেবেন তারা। এছাড়া কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
আগামী পাঁচ বছর সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন নবগঠিত মন্ত্রীসভার সদস্যরা। মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে স্ব স্ব মন্ত্রণালয়। মন্ত্রীরাও প্রস্তুত নিজেদের কর্মস্থলে যোগ দিতে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। দুদিন সাপ্তাহিক ছুটির কারণে আজ রোববার (১৪ জানুয়ারি) তারা প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ নিজ দফতরে আসবেন এবং অফিস করবেন।
বিভিন্ন মন্ত্রীর দফতরে নতুন মন্ত্রীর নামফলক পরিবর্তন করা হয়েছে। আবার আগের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নামফলক রয়ে গেছে।
আগের সরকারের যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী আবারও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এবং দফতর বদল হয়নি, সেসব মন্ত্রণালয়ের চিত্র ভিন্ন। সেসব মন্ত্রণালয়ে তেমন কোনও আয়োজনও নেই।
বিভিন্ন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রীরা অফিসে এসে প্রথমে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন। নতুন মন্ত্রীরা জানবেন তাদের চলমান প্রকল্পসহ কার্যক্রম নিয়ে। তারপর মিডিয়ার সাথে কথা বলবেন।
সচিবালয়ে আজ দর্শনার্থীর সংখ্যা বেশি। সকাল থেকেই দেখা যাচ্ছে ফুলের তোড়া হাতে বিভিন্ন ব্যক্তিদের সচিবালয়ে ঢুকতে।