বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরা। তার সিনেমার জন্য অপেক্ষায় থাকেন তার ভক্তরা। এ অভিনেতাকে শেষবার ২০১৮ সালে ‘সঞ্জু’তে দেখা যায়। তারপর কেটে গেলো দীর্ঘদিন। এবার নতুন লুকে তাক লাগিয়েছেন নেট দুনিয়ায়। আসছে ‘শমসেরা’। তার পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতেই ভাইরাল।
পোস্টারে রণবীর কাপুরকে দেখা যায় লম্বা চুল এবং দাড়িতে। পোস্টারে লেখা আছে, ‘কারম সে ডাকাত, ধারম সে আজাদ।’
রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘শমশেরা’। এতে তাকে দেখা যাবে ডাকাত চরিত্রে। সম্প্রতি সিনেমাটিতে এই অভিনেতার লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ এরপর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। রণবীর চেহারায় যে পরিবর্তন এনেছেন তা দেখে অনেকেই চমকে উঠছেন।
এর আগে সিনেমাটির একটি মোশন পোস্টার প্রকাশ করেছিলেন নির্মাতারা। সেখানে অবশ্য রণবীরকে দেখা যায়নি। তবে ব্যাকগ্রাউন্ডে তাকে হিন্দিতে বলতে শোনা যায়, ডাকাতি তার পেশা কিন্তু ধর্ম স্বাধীনতা।
‘শমশেরা’ সিনেমাটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। এটি পরিচালনা করছেন করণ মালহোত্রা। জানা গেছে, সিনেমায় এক ডাকাত সম্প্রদায়ের গল্প তুলে ধরা হবে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল। চলতি বছর জুলাইয়ে এটি মুক্তির কথা রয়েছে।
সর্বশেষ ‘সাঞ্জু’ সিনেমায় অভিনয় করেন রণবীর কাপুর। ব্লকবাস্টার এই সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। ‘শমশেরা’ ছাড়াও আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’, সন্দীপ সিং ভাংগার ‘অ্যানিমেল’ ও লাভ রঞ্জনের একটি সিনেমায় এই অভিনেতাকে দেখা যাবে।