দেশে বিদ্যুতের লোডশেডিং আগামী নভেম্বর মাসের মধ্যেই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (২৭শে অক্টোবর) রাজধানীর ব্রাক সেন্টারে নবায়নযোগ্য জ্বালানী বিষয়ে একটি অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের একথা জানান।

প্রতিমন্ত্রী জানান, এলএনজি আমদানি ও নবায়নযোগ্য জ্বালানী দিয়ে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছেন তারা। এক হাজার মেগাওয়াট সৌর বিদ্যুত উৎপাদনের কাজও চলছে। বিদ্যুৎ সমস্যার সমাধানে বাংলাদেশ হাইড্রোজেন পলিসিতে যাচ্ছে বলেও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ইতোমধ্যে নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

নসরুল হামিদ বলেন, ‘বিশ্ব পরিস্থিতির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমরা সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন করেছি। কোভিড পরিস্থিতিতেও দুই বছর আমরা টিকে ছিলাম। কিন্তু হঠাৎ এমন যুদ্ধাবস্থা তৈরি হবে কে ভেবেছিল? আমরা তো বিদ্যুতে খুব ভালো ছিলাম। কিন্তু বিশ্ববাজারের প্রভাব তো অস্বীকার করার উপায় নেই। বিদ্যুৎ উংপাদনের জন্য আমাদের জ্বালানি আমদানি করতে হয়।’

শিল্পকারখানায় গ্যাস সরবরাহের বিষয়ে তিনি বলেন, ‘গ্যাসের স্থানীয় সমস্যা সমাধানে আমরা একটি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচিব ড. ফারিনা আহমেদ, অক্সফাম বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক নাফিজ-উদ-দৌলা।