জননিরাপত্তা ও দুর্ভোগের কথা চিন্তা করে পল্টনে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, আইন অমান্য করলে বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (৭ই ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা বিভাগীয় গণসমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, পল্টনের সামনে ১০ লাখ লোকের জায়গা হবে না। সর্বোচ্চ এক লাখ লোক পল্টনে দাঁড়াতে পারবে। বাকি ৯ লাখ লোক ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়বে। যার উপর বিএনপির কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এতে জনদুর্ভোগ বাড়বে। বাড়বে নিরাপত্তার হুমকিও। এসব দিক বিবেচনায় পল্টনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না।

তবে বিএনপি যদি আইন অমান্য করে পল্টনে দলের কার্যালয়ের সামনে সমাবেশ করার চেষ্টা করে তাহলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।