ইউরো বাছাইয়ে নরওয়েকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকিট কেটেছে স্পেন। লা রোহাদের সাফল্যে মূল পর্ব নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডেরও। জয়সূচক গোলটি করেন বার্সেলোনা তারকা গাভি। ১৯ বছর বয়সী এই তরুণের করা গোলেই ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টিকেট নিশ্চিত করল স্পেন।স্পেনের জয়ে তাদের সঙ্গে জার্মানিতে অনুষ্ঠেয় আগামী ইউরোয় খেলা নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডের

গ্রুপ ‘এ’ থেকে স্পেন, স্কটল্যান্ড দুই দলই ৬ ম্যাচে ১৫ পয়েন্ট করে শীর্ষ দুটি স্থান নিশ্চিত করেছে। নরওয়ে ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। গ্রুপ ‘ডি’ থেকে তুরস্ক ৪-০ গোলে লাটভিয়াকে বিধ্বস্ত করে মূল পর্বের টিকিট কেটেছে।

এদিকে ম্যাচটি হেরে যাওয়ায় আর্লিং হলান্ডের নরওয়ের জন্য মূল পর্বে উঠাই অনিশ্চিত হয়ে গেল। সর্বশেষ ২০০০ ইউরোয় জায়গা করে নিয়েছিল তারা। এবার হয়তো তাদের প্লে-অফের বাধা পেরিয়ে আসতে হবে। তবে এজন্য গ্রুপে তাদের তৃতীয় স্থানেই থাকতে হবে।

৬ ম্যাচেই ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। সমান পয়েন্ট স্কটল্যান্ডেরও। অন্যদিকে নরওয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করেছে। প্লে অফ খেলতে হলে বাকি এক ম্যাচে তাদের জিততেই হবে।