ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচকে ট্রেনেকাটা পড়ে ৫ জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশিতা এক্সপ্রেসে কাটা পড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন নয়তো তূর্ণা ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন। নিহতদের সবাই পুরুষ।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই পাঁচ ব্যক্তি ট্রেনে কাটা পড়েই মারা গেছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে।
অজ্ঞাত পাঁচ যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধারের পর মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নরসিংদী রেলওয়ে পুলিশ সদস্যরা।