নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট ছেলের জীবন বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে। এ সময় ছেলেও মারা যান। শুক্রবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গাঙ্কুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী ওয়াহিদা খাতুন (৫৭) ও তার ছেলে ফারুক হোসেন (৩৬)। ফারুক পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, দুপুরে বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়িতে আসেন ফারুক। পরে গোসল করে উঠানে সাটানো জিআই তারে লুঙ্গি শুকাতে দিচ্ছিলেন। এসময় ফারুক বিদ্যুতায়িত হলে পাশেই কাজ করছিলেন মা ওয়াহিদা খাতুন। এসময় ছেলেকে বাঁচাতে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা ও ছেলে দুজনেই মারা যান।