নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে নৌকাডুবিতে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

জামফারা রাজ্যের গুম্মি শহরের কাছে কৃষিজমিতে যাওয়ার জন্য ৭০ জন কৃষককে নিয়ে নদী পার হওয়ার সময় কাঠের নৌকাটি ডুবে গিয়ে নিখোঁজ হন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ শিগগরিই উদ্ধার অভিযানের জন্য বাসিন্দাদের ডেকে আনেন। টানা তিন ঘণ্টা চেষ্টার পর ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালি বলেন, এর আগেও একবার এখানে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। নিখোঁজ হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে জরুরি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

তিনি আরো জানান, প্রতিদিন ৯০০ জনের বেশি কৃষক তাদের কৃষি জমিতে পৌঁছানোর জন্য নদী পার হতে হয়। আর এর জন্য রয়েছে মাত্র দুটি নৌকা।

প্রায় সময় এ নৌকা দুটি অতিরিক্ত যাত্রী নিয়ে পার হতো।সপ্তাহ দুয়েক আগে এ এলাকা থেকে বন্যার কারণে ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।