নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহর লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে দূতাবাসের দুই কর্মী এবং দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় তিনজনকে অপহরণ করেছে হামলাকারীরা। বুধবার (১৭ মে) ঘটনাটি সম্পর্কে জানায় সংবাদ মাধ্যম আলজাজিরা।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, মার্কিন দূতাবাসের গাড়িবহর আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছ দিয়ে যাওয়ার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী বন্দুক হামলা চালায়। এতে গুলিতে ঘটনাস্থলেই নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়। পরে বন্দুকধারীরা তিনজনকে অপহরণ করে নিয়ে যায়।

সিবিএস নিউজের প্রতিবদনে বলা হয়েছে, মঙ্গলবার হওয়া এই হামলার সময় কোনো মার্কিন নাগরিক গাড়িবহরে ছিল না। দূতাবাসের কর্মীদের আনতে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে।

আনামব্রা প্রদেশের পুলিশ কর্মকর্তা ইকেঙ্গা তোচুকউ বলেন, দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দু’জন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে। পরে যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা। নিহত চারজনই নাইজেরিয়ার নাগরিক।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। এ ঘটনার পর মার্কিন নাগরিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।