স্প্যানিশ লা লিগায় নাচো ফার্নান্দেজ আর মার্কো অ্যাসেনসিওর গোলে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল (শনিবার) রাতে কাদিজকে ২-০ গোলে হারিয়েছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

আগের ম্যাচে হেরে বেশ চাপে থাকা রিয়াল মাদ্রিদ গতরাতে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণে যায়। তবে টানা আক্রমণে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার মাঝে দ্বাদশ মিনিটে আচমকা গোল খেতে বসেছিল রিয়াল। তবে আলফোন্সো এসপিনোর শট পোস্টে লেগে ফিরে আসে।

খানিক পর আসেনসিওর সঙ্গে দারুণভাবে ওয়ান-টু খেলে বক্সে ঢুকে বেনজেমার নেওয়া শটও পা বাড়িয়ে রুখে দেন কাদিস গোলরক্ষক দাভিদ খিল। বিরতির আগে আরও বেশ কয়েকটি সুযোগ নষ্ট পেলেও তা কাজে লাগাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও সেই একই চিত্র; রিয়ালের একের পর এক আক্রমণ বাধাগ্রস্ত হয় কাদিজের দেয়ালে। ৬৪তম মিনিটে অবশ্য গোল পেয়েই গিয়েছিল রিয়াল। তবে বেনজেমার শট ফের বাধা পায় পোস্টে।

৭২তম মিনিটে অবশেষে ডেডলক ভাঙতে পারে রিয়াল। অহেলিয়া চুয়ামেনির পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে নিচু জোরাল শটে পোস্ট ঘেঁষে জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার নাচো।

মিনিট চারেক পর আবার জাল কাঁপায় রিয়াল। মাঝ বরাবর দিয়ে ওঠা আক্রমণে ভালভেরদের পাস বক্সে পেয়ে বাঁ দিক থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আসেনসিও। ৮৭তম মিনিটে বক্সের বাইরে থেকে তার শট গোলরক্ষক প্রতিহত না করলে ব্যবধান আরও বাড়তে পারতো।

এই জয়ের পরও শিরোপা লড়াইয়ে বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে রিয়াল। ২৯ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭২।