ঢাকার তেজগাঁও এলাকার স্বনামধন্য নাজনীন স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক তারকা ফুটবলার আবদুল গাফ্ফার।

সম্প্রতি তিনি তেজগাঁও এলাকার সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ঐতিহ্যবাহী নাজনীন স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় ফুটবলার আবদুল গাফ্ফারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা আওয়ামীলীগের সভাপতি  সাব্বির হোসেন মাছুদ ও ৯৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মনোয়ার হাসান সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ক্রীড়াবিদ আবদুল গাফ্ফার এফবি টিভি স্পোর্টস এর সিনিয়র এডভাইজার। এছাড়া তিনি ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০২০ সালে এফবিটিভি এওয়ার্ড পান। আবদুল গাফ্ফার এক সময় প্যানেল মেয়রেরও দায়িত্ব পালন করেছেন।