ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় খেলায় টটেনহ্যামকে ৪-৩ গোলে হারিয়েছে লিভারপুল। রোববার অ্যানফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের ১৫ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় স্বাগতিক লিভারপুল। ম্যাচের তিন মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জোনস। এরপর পাঁচ মিনিটে গাকপোর পাস থেকে লিড দ্বিগুণ করেন লুইস দিয়াজ।
ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। এই তিন গোলে এগিয়ে থেকেও কে ভেবেছিল ম্যাচটা এক সময় সমতায় ফেরাবে টটেনহ্যাম? তবে হয়েছে সেটাই।
ম্যাচের ৩৯ মিনিটে হ্যারি কেইনের ভলিতে এক গোল শোধ দেয় টটেনহ্যাম। এরপর বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৭ মিনিটে ব্যবধান ৩-২ করেন হিউন মিন সন। তখনও কেউ ভাবেনি ম্যাচের ফলাফল কি হতে যাচ্ছে। ম্যাচের শেষের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলকে সমতায় ফেরান টটেনহ্যামের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন।
এই গোলের পর পুরো অ্যানফিল্ড স্তব্ধ হয়ে যায়। কিন্তু তার এক মিনিট পরই জোতার গোলে আবারও বাঁধভাঙ্গা উল্লাসে মাতে পুরো অ্যানফিল্ড। গোল করে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দেন পর্তুগিজ এই ফুটবলার।
এই জয়ে টেবিলের পাঁচে উঠে এলো লিভারপুল। তাদের পরের অবস্থানেই রয়েছে টটেনহ্যাম। তবে স্পারসরা লিভারপুল থেকে এক ম্যাচ বেশি খেলেছে ও দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে।